হজ্ব এবং হাজরে আসওয়াদ: ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য হজের প্রতিটি অংশে বিশেষ গুরুত্ব রয়েছে, তন্মধ্যে অন্যতম হলো হাজরে আসওয়াদ চুম্বন। হাজরে আসওয়াদ, যা কাবা ঘরের দক্ষিণ-পূর্ব কোণে ১.১০ মিটার উচ্চতায় স্থাপিত, দৈর্ঘ্যে ২৫ সেন্টিমিটার এবং প্রস্থে ১৭ সেন্টিমিটার। এই পাথরের ধর্মীয় ও ঐতিহাসিক মূল্য অপরিসীম। ইসলামি বর্ণনায় উল্লেখ আছে যে, এই পাথরটি জান্নাত থেকে এসেছে। […]