আমরা দুনিয়াতে কেমন পাত্রে পানাহার করি? কাঁচের অথবা মেলামাইন, স্টিল ইত্যাদির তৈরি পাত্রে। বলতে পারো- আল্লাহ জান্নাতে আমাদেরকে কেমন পাত্রে আপ্যায়ন করবেন? হাঁ, কুরআন-হাদীসের মাধ্যমে আমরা তা জানতে পেরেছি। সূরা যুখরুফে আল্লাহ তাআলা বলেছেন- یُطَافُ عَلَیْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّ اَكْوَابٍ. (জান্নাতে) তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্রে। -সূরা যুখরুফ (৪৩) […]