স্ত্রীকে অনলাইনে প্রদর্শন করা বা পর্দার সাথে স্ত্রীদের প্রদর্শন কি ঠিক?

স্ত্রীকে অনলাইনে প্রদর্শন করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। দ্বীনদাররা করে পর্দার সাথে; অন্যরা করে বেপর্দাভাবে। সন্দেহ নেই—পর্দার সহিতও গাইরে মাহরামের সামনে অযথা স্ত্রীকে প্রদর্শন করা গাইরতের খেলাফ। হযরত আলী ইবনে আবি তালিব রাযিয়াল্লাহু আনহু একদিন স্ত্রী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, বলো তো ফাতেমা, একজন স্ত্রীর জন্য কোন জিনিস উত্তম? ফাতেমা জবাব দিলেন, সে পুরুষদেরকে দেখবে না; […]

বিস্তারিত