আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন,يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍযেদিন কোনো অর্থসম্পদ কাজে আসবে না এবং সন্তানসন্ততিও না। তবে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ মন নিয়ে (সে মুক্তি পাবে)।[সুরা শুআরা : ৮৮-৮৯] বস্তুত সুস্থ মনের বহিঃপ্রকাশই উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রই মানবচরিত্রের প্রতিটি বাঁকে ঈমানি আভা বিকিরণ […]