সুরা নিসা পবিত্র কোরআনের চতুর্থ সুরা। “নিসা” শব্দের অর্থ স্ত্রীজাতি। এই সুরায় ২৪টি রুকু এবং ১৭৬টি আয়াত রয়েছে। এটি তৃতীয় হিজরিতে ওহুদ যুদ্ধের পর অবতীর্ণ হয়। সুরাটিতে উত্তরাধিকার, এতিমের অধিকার এবং নারীদের সম্পর্কিত বিভিন্ন বিধান বিশদভাবে বর্ণিত হয়েছে। পঞ্চম হিজরিতে মুসতালিক যুদ্ধের সময় পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের আদেশ জারি করা হয়, যা এই সুরায় […]