মুমিনের দুনিয়ার জীবন কেমন হওয়া চাই?

মুমিনের জীবন কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন كُنْ فِي الدّنْيَا كَأَنّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ. তুমি দুনিয়ায় থাকো ভিনদেশীর মতো, অথবা পথিকজনের মত। সহীহ বুখারী, হাদীস ৬৪১৬ মুসাফির পথ চলছে। কোথাও তার মন বসছে না। কোথাও নিজের জন্য ঘর তৈরি করছে না। কোনো স্টেশনেই সে থামছে না। সে গন্তব্য পানে ছুটে চলছে। চলার […]

বিস্তারিত