মুআয ইবনে জাবাল রা. এর কান্না

মুআয ইবনে জাবাল রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামানে পাঠান তখন তিনি তাকে এগিয়ে দিতে বের হন। মুআয রা. সওয়ারীতে চলছেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু সালাইহি ওয়াসাল্লাম পায়ে হাঁটছেন আর অসিয়ত করছেন। অসিয়ত করা শেষ হলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- يَا مُعَاذُ إِنّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا […]

বিস্তারিত