আব্দুল্লাহ ইবনে উমর রা. ইয়েমেনের এক লোককে দেখলেন, মাকে কাঁধে বহন করতে। মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করতে করতে বলছিল- إِنِّي لَهَا بَعِيرُهَا الْمُذَلَّلْ إِنْ أُذْعِرَتْ رِكَابُهَا لَمْ أُذْعَرْ الله رَبِّي ذُوالْجَلَالِ الأكْبَر حَمَلْتُهَا أَكْثَرَ مِمَّا حَمَلَتْني فَهَلْ تُرَى جَازَيْتُهَا يَا ابْنَ عُمَرْ؟ আমি মাকে বহন করা অনুগত উট। তাঁর উট আতঙ্কিত হলেও আমি আতঙ্কিত হই […]