পৃথিবীর ইতিহাসে পুরুষের পাশাপাশি নিজ কর্মগুণে অনেক নারী বিখ্যাত হয়েছেন। পরিণত হয়েছেন মহিমান্বিতা মহীয়সীতে। এমনই কয়েকজন ইতিহাসের অনন্যাকে নিয়ে আলোচনা করা হয়েছে এ গ্রন্থটিতে। বইটি গতানুগতিক কোন জীবনীগ্রন্থ নয়, বরং বিশ্বের ইতিহাসে ঈমানদীপ্ত অনন্য সাধারণ গুণের অধিকারী সেসব নারীদের কথা, যারা বিশ্বের চেঞ্জমেকারদের সাথী হয়ে নিজ বিচক্ষণতা, বুদ্ধিদীপ্ততা ও নিঃস্বার্থ সহযোগিতার মাধ্যমে পৃথিবীকে বদলে দেয়ায় […]