মজলিসের আদব ও শিষ্টাচারের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে এই যে, এর ফলে মজলিস বা অনুষ্ঠানে সভ্যতা, নিয়মানুবর্তিতা এবং ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়। মজলিসে বা অনুষ্ঠানে যোগদানকারী প্রত্যেকের হক এবং অধিকার সমপর্যায়ভুক্ত হতে হবে। যাতে করে এই মজলিসে যোগদানকারীদের পারস্পরিক ভালোবাসা বর্ধিত হয়, সহযোগিতা ও সহমর্মিতার পথ সুগম হয়। এ দু’টি দিকনির্দেশনাকে কায়েম রাখার জন্য রাসূলুল্লাহ সা.-এর […]