ভালোবাসা। কত চিত্তাকর্ষক শব্দ। কত পবিত্র অর্থপূর্ণ। আর কত বিশাল দায়িত্বপূর্ণ। ভালোবাসা সেই শব্দ, যা মুখে বলা হয়, কিন্তু তার ভেতরে থাকে হাজারও না বলা কথা। ভালোবাসা হলো একটি বার্তা, একটি প্রতিশ্রুতি এবং একটি উৎস। ভালোবাসা জীবনসুধা; বরং আমার রবের শপথ, এটিই জীবনের ভেদ। ভালোবাসা আত্মার স্বাদ; না, বরং বিদ্যমান জগতের আত্মা। ভালোবাসার মাধ্যমেই জীবন […]