প্রত্যেক মুমিনই এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আল্লাহ তা’আলার পক্ষ থেকে বান্দাদের জন্য ঈমান হলো দুনিয়ায় সর্বাপেক্ষা বড়ো নিয়ামত, পরম অনুগ্রহ। আল্লাহ তা’আলা বলেন-بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ“বরং আল্লাহ তা’আলাই তোমাদের ঈমানের পথ দেখিয়েই তোমাদের ধন্য করেছেন। “ আল্লাহ তা’আলা আমাদের প্রতি এই যে মহানিয়ামত দান করেছেন, পরম অনুগ্রহ করেছেন, এর শোকর […]