ইসলামের দৃষ্টিতে দ্রব্যতুল্যের দাম নিয়ে কারসাজি করা, যাকে ঘশ বলা হয়, তা একটি জঘন্য অপরাধ এবং হারাম (অবৈধ) হিসেবে বিবেচিত হয়। এই অনৈতিক কার্যকলাপ কেবল ব্যক্তিগত ক্ষতিই করে না বরং সমগ্র সমাজের নীতিশাস্ত্র ও স্থিতিশীলতাকেও ক্ষুণ্ণ করে। ঘশ এর বিভিন্ন রূপ রয়েছে, যার মধ্যে রয়েছে: ঘশ এর ফলে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়, ক্রেতাদের ঠকানো হয় […]