আবদুল্লাহ ইবনে উমর রা. পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। পথে এক রাখালের সাথে দেখা। তার কাছে ছিল বকরির বিরাট পাল। ইবনে উমর রা.-এর মনে তাকে পরীক্ষা করার ইচ্ছা জাগল। প্রস্তাব করলেন, এখান থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও! রাখাল বলল, আমি তো এগুলোর মালিক নই; আমি কেবল এগুলোর পাহারাদার। ইবনে উমর রা. তাকে বুদ্ধি […]