মানুষগুলো আজ চরম হতাশায় ভুগছে। ডিপ্রেশন তাদের কুরে কুরে খাচ্ছে।এই যে এত দুশ্চিন্তা করে তাদের কিন্তু ক্লান্তি আসে না। যদি মেনে নিত ধর্মের অনুশাসন, তবে হতো না এতটা হতাশাগ্রস্ত; কারণ, মুমিন কখনো হতাশ হয় না। মুমিন প্রতিটি বিষয়ে তাকদির হিসেবে মেনে নেয়। ভরসা করে রবের ওপর। বাঁচে আজকের জন্য। তাই তাদের হতাশা ছুঁতে পারে না। […]