ভালো কথা বলা, নয়তো চুপ থাকা

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْযে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন হয় ভালো কথা বলে নয়তো চুপ থাকে। কথা বলতে হলে ভালো কথা বলতে হবে। উপকারী কথা। যে কথা দুনিয়ায় কাজে আসে আর আখিরাতেও কাজে আসে। যে কথায় দুনিয়ায় ক্ষতি হয় আর আখিরাতেও ক্ষতি হয়, এমন কথা আমরা যেন […]

বিস্তারিত