যাঁরা ভ্রূণ বা শিশুসন্তানের মৃত্যুর কঠিন পরীক্ষা এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাঁদের সবার কষ্টকে সহজ করে দেন। হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.)-এর বরাতে একটি সুন্দর হাদিস পাওয়া যায়। নবী (সা.) বলেছেন, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মা তাতে সওয়াব আশা করলে ওই সন্তান নিজের নাভিরজ্জু তাঁকে টেনে জান্নাতে […]