মেহমানের থাকার কামরা, ঘুমানোর স্থান, বিশ্রামের স্থান পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখব। তার প্রয়োজনীয় বিষয়গুলো যেমন, কিবলা কোন্ দিকে দেখিয়ে দিব, হাম্মাম, ওযূ করার স্থান দেখিয়ে দিব। যাতে তার অহেতুক পেরেশানি না হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার হাতের কাছে রাখব। যাতে প্রয়োজনের সময় তার কষ্ট না হয়। হাম্মাম, গোসলখানা, ওযুখানা পরিষ্কার করে রাখব। হাম্মাম থেকে অসুন্দর, […]