আকাঙ্ক্ষার কুরবানী।

একবার আবদুল্লাহ ইবনে ওমর রা. অসুস্থ হলেন। তিনি মৌসুমের প্রথম আঙ্গুর খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন তার স্ত্রী ছফিয়্যা খাদেমকে আঙ্গুর কিনে আনার জন্য বাজারে পাঠালেন। সে এক দিরহামের বিনিময়ে এক থোকা আঙ্গুর কিনে আনছিল। ঐ সময় এক ভিক্ষুক তার পিছু নিল। সে তা নিয়ে ঘরে প্রবেশ করলে ভিক্ষুক জোরে আওয়াজ দিয়ে বলল, ভিক্ষুক এসেছে, […]

বিস্তারিত