বলতে পারেন, অযৌক্তিক কোন কাজটা মানুষ সবচেয়ে বেশি করে? তুলনা। কথায় কথায় মানুষ তুলনা করে, অথচ সব মানুষই আলাদা। সবার প্রকৃতিই ভিন্ন ভিন্ন। দুজন মানুষের কাজ কখনোই এক হতে পারে না। কিন্তু সমাজে বারবারই এই জিজ্ঞাসাটা করা হয়, কেন তোমার কাজটা অমুকের মতো হলো না? এই অনুচিত তুলনাসমূহের মধ্যে আবার সবচেয়ে অমূলক তুলনাটা কী জানেন? […]