সালাম দেওয়ার সুন্নতি পদ্ধতি

আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন- وَ اِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا  اِنَّ اللهَ كَانَ عَلٰي كُلِّ شَيْءٍ حَسِيْبًا. যখন কেউ তোমাদেরকে সালাম করে, তখন তোমরা (তাকে) তদপেক্ষা উত্তমরূপে সালাম দিয়ো কিংবা (অন্ততপক্ষে) সেই শব্দেই তার জবাব দিয়ো। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন। -সূরা নিসা (৪) : ৮৬ আল্লাহ তাআলা এ আয়াতে মুসলমানদেরকে বলছেন, কেউ […]

বিস্তারিত