মেহমানের অধিকার এবং মেহমানের প্রতি মেজবানের দায়িত্ব ও শিষ্টাচার নিয়ে কথা বললে স্বাভাবিকভাবেই চলে আসে মেহমানের দায়িত্ব ও মেজবানের অধিকারের কথা। ইসলামের এ এক অনন্য সৌন্দর্য-মানুষের স্বাভাবিক জীবনযাপনের যাবতীয় দিক নিয়েই নির্দেশনা রয়েছে তাতে। কখনো কখনো মেহমানের কারণে মেজবানের অনেক সমস্যা হয়ে যায় যা মেহমান হয়তো বুঝতেই পারেন না। চলুন আজ এর একটি বিষয় নিয়ে […]