মুমিনের জীবনে চার শ্রেণির শত্রুর মোকাবিলা করতে হয়।যথা:(১) দুনিয়ার মহব্বত।(২) শয়তান ।(৩) মহব্বতে গাইরুল্লাহ।(8) নফস।সুতরাং কেউ যদি এই চার ধরনের শত্রুর বিরুদ্ধে মোকাবিলার প্রস্তুতি গ্রহণ না করে, তার মধ্যে চারটি বদ স্বভাবের বিস্তৃতি ঘটবে।যেমন:(১) বাঘ ও সাপের হিংস্রতা তথা আপন-পর বিবেচনা না করে আক্রমণেরঅভ্যাস।(২) শিম্পাঞ্জির লুটতরাজ ও সন্ত্রাস।(৩) বানরের চুরি ।(৪) কুকুরের অতুষ্টি ও অত্যধিক […]