মিথ্যার ভয়াবহতা।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছে। তার মধ্যে মিথ্যার এক ভয়াবহ শাস্তি দেখানো হয়েছে। যা নিচের হাদীসে বিবৃত হয়েছে।আর একথা সর্বস্বীকৃত যে, নবীদের স্বপ্নও ওহী হয়ে থাকে। তিনি ইরশাদ করেন- إِنّهُ أَتَانِي اللّيْلَةَ آتِيَانِ، وَإِنّهُمَا ابْتَعَثَانِي، وَإِنّهُمَا قَالاَ لِي انْطَلِقْ، وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا… فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ […]

বিস্তারিত