নিয়ত, যা সংকল্প বা ইচ্ছা এবং অভিপ্রায় হিসেবে পরিচিত, ইবাদতের মূল ভিত্তি। নিয়ত শব্দটি ইখলাসের সমার্থক হিসেবেও ব্যবহৃত হয়, যা ইবাদতের প্রাণ। কুরআনুল কারিমে সরাসরি নিয়ত শব্দটি ব্যবহৃত হয়নি, তবে ইখলাস শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘একান্ত নিষ্ঠাবান (মুখলিস) হয়ে আল্লাহ তায়ালার ইবাদত করো। জেনে রেখো, একনিষ্ঠ (ইখলাসযুক্ত) ইবাদত আল্লাহ তায়ালার জন্যই।’ (সূরা জুমার) […]