রাসুল (সা.)–এর জীবনের একটি আবেগপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা দিয়ে শুরু করি। এক ব্যক্তি নবীজি (সা.)–এর কাছে এসে বলেন, ‘হে আল্লাহর রাসুল, আমি এক নারীর সঙ্গে এমন কিছু করেছি, যা ব্যভিচার নয়, তবে খুব কাছাকাছি। এখন আপনি আমাকে বিচার করুন।’ উমর (রা.) বললেন, ‘আল্লাহ তা গোপন রেখেছেন, আপনারও রাখা উচিত ছিল।’ নবীজি (সা.) তখন কিছু বলেননি। […]