কেয়ামতের অন্যতম বড় আলামত রাসুল (সা.) বলেন, ‘দাব্বাতুল আরদ বের হবে। তার সঙ্গে থাকবে মুসা (আ.)-এর লাঠি এবং সুলায়মান (আ.)-এর আংটি। ঈমানদারদের কপালে মুসা (আ.)-এর লাঠি দিয়ে নুরানি দাগ টেনে দেবে… কেয়ামতের বড় আলামতসমূহের একটি হচ্ছে দাব্বাতুল আরদ বা অদ্ভুত এক প্রকার প্রাণীর উদ্ভব। পৃথিবীর শেষ সময়ে এটি প্রকাশিত হবে। হজরত হুজায়ফা (রা.) থেকে বর্ণিত, […]