আপনি জেনে রাখুন (আল্লাহ সকলের প্রতি দয়া করুন) সর্বশক্তিমান আল্লাহ তাঁর বান্দাদের নিষ্ঠার সঙ্গে তাওবা করার নির্দেশ প্রদান করেছেন। দয়াময় রব বলেন-يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًاহে ঈমানদাররা! তোমরা আল্লাহর কাছে একনিষ্টভাবে খাঁটি তাওবা কর। কিরামান কাতেবিন আমাদের গুনাহ লেখার আগ পর্যন্ত মহান আল্লাহ আমাদেরকে তাওবার ব্যাপারে কিছুটা সুযোগ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি […]