জীবন-মৃত্যুর ফিতনা

কুরআন ও হাদীসের আলোকে আবু হুরায়রা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন সালাতে তাশাহুদ পড়ে তখন সে যেনো চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করে এ বলে দু’আ করে…আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবওে ওয়া মিন ফিতনাদিল মাহ্ইয়া ওয়াল মামাতি ওয়া মিন […]

বিস্তারিত