পরীক্ষায় নকল করা কিংবা জাল সার্টিফিকেট দিয়ে চাকুরি নেওয়া মিথ্যা, খেয়ানত, বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং যোগ্য ব্যক্তিদের অধিকার থেকে বঞ্চিত করার মতো গুনাহ রয়েছে, তাই পরীক্ষায় নকল করা শরয়ী দৃষ্টিকোণ থেকে জায়েয নয়। যারা এসব কর্মে লিপ্ত হয় তাদের জন্য তাওবা, ইস্তিগফার করা আবশ্যক।পরীক্ষায় নকল করা মারাত্মক গুনাহের কাজ৷ এটি ধোঁকাবাজি ও প্রতারণার শামিল৷ হাদীসে এসেছে-عَنْ […]