জীবন কেন্দ্রিক অনুরূপ প্রতিকৃতির কথাগুলো ভাঁটা-দুনিয়াতে ধূলোই জমা হয়েছে।আঁধারের পয়োধি যেন ক্রমশ বেড়েই চলছে—জীবন নামক নদীর স্রোতে। ভ্রান্তির বহুবিধ পেরেয়ি আজকের এই দিনটিই আপনার জন্য নতুন; যেখানে অস্তিত্বের ছলনা নিয়ে খেলা হয় নিয়ম করে। আস্তানায় নিজের স্থান যেন প্লাবন, পানির ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা খাচ্ছে ছলনার প্রতি ললনার বাঁধনে। উদাসীন্য জীবনের অনিল সুবাসে জীবনের ঘ্রাণ ললাটে […]