নামায শেষে বা প্রয়োজনীয় কাজ সেরে তোমাকে আবার ঘরে ফিরতে হবে। কিন্তু ঘরে প্রবেশের সময় যদি আল্লাহর যিকির ও রাসূলের শেখানো দুআ না পড় তাহলে শয়তান বলে কি- এই তো সুযোগ পেয়েছি, তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়া যাবে। অতপর সে ঘরে ঢুকে ঘরওয়ালাদের বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে। আর যদি ঘরে প্রবেশের সময় দুআ পড়া হয়, তাহলে […]