‘হে আল্লাহ, আপনি চাইলে আমাকে ক্ষমা করে দিন’ এভাবে বলা নিষেধ

وعن أبي هريرة رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال: «لا يَقُولَنَّ أَحَدُكُمْ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ: اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ، لِيَعْزِمالمَسْأَلَةَ، فَإِنَّهُ لَا مُكْرِهَ لَهُ »وفي رواية لمسلم: «وَلكِنْ لِيَعْزِمْ وَلْيُعَظمِ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ تَعَالَى لَا يَتَعَاظَمُهُشَيْءٌ أَعْطَاهُ». আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম […]

বিস্তারিত

তওবা করলেই কি কবুল হবে?

প্রতিটি গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা জরুরি।গুনাহের সম্পর্ক যদি বান্দা ও আল্লাহর মাঝে হয় আর সেখানে অন্য কে মানুষের হক সম্পৃক্ত না থাকে, তাহলে এমন তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে: ১. গুনাহ থেকে পূর্ণভাবে মুক্ত থাকতে হবে।২. গুনাহের ওপর অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।৩. ওই গুনাহ আর করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা […]

বিস্তারিত