সাইয়িদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের একমাত্র জননী, নবুওয়াতের আগে ও পরে তাঁর ঘরনি। নবীজির জন্য একান্তচিত্ত নিবেদিত প্রাণ। খাদিজার ঐকান্তিকতা দেখেই তো জিবরীল আলাইহিস সালাম বলেছিলেন—‘ইয়া রাসূলাল্লাহ, খাদিজাকে জান্নাতে মুক্তো-সজ্জিত একটি মনোরম বাড়ির সুসংবাদ দিন।’.সুসংবাদের হাদিসে প্রাসাদের কথা না বলে ঘরের কথা কেন বলা হলো?.আল্লাহর পক্ষে তার জন্য জান্নাতে প্রাসাদ […]