আল্লাহ তাআলা যত নিআমত দিয়েছেন সবকিছুর জন্যেই আমাকে জবাবদিহি করতে হবে। হিসাব দিতে হবে, এসব বিষয় কী কাজে, কোন্ পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে! কুরআন মাজীদের ঘোষণা- ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَىِٕذٍ عَنِ النَّعِیْمِ. অতঃপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিআমতরাজি সম্পর্কে প্রশ্ন করা হবে। -সূরা তাকাসুর (১০২) : ৮ অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি দুনিয়াতে যাহেরী […]