আল্লাহ তাআলার সাহায্য ছাড়া মানব জীবন অচল। জীবনের প্রতিটি ক্ষেত্রে বান্দা আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। তিনি সাহায্য না করলে মানুষের পক্ষে কোনো কাজ করাই সম্ভব নয়। এজন্য সর্বদা তাঁরই কাছে সাহায্য কামনা করা বান্দার অবশ্যকর্তব্য। তাইতো বান্দা প্রতি নামাযে, প্রতি রাকাতে বলে- اِیَّاكَ نَعْبُدُ وَ اِیَّاكَ نَسْتَعِیْنُ. আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য […]