যাকাতের বিধান নাযিল হওয়ার পর তারা ব্যঙ্গ করে বলেছিল- اِنَّ اللهَ فَقِيْرٌ وَّ نَحْنُ اَغْنِيَآءُ . আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। আল্লাহ তাআলা তাদের এ চরম বেয়াদবির কোনো উত্তর না দিয়ে বরং শাস্তির সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন, [তরজমা] আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলে, আল্লাহ গরীব এবং আমরা ধনী। তারা যা বলে আমি তা (তাদের আমলনামায়) […]