আল্লাহর ভয় হলো সেই ব্যক্তি মতো, যে তার ঘরে অবস্থান করে। এখন সেই ঘর ততক্ষণ পর্যন্ত আবাদ থাকবে, যতক্ষণ ঘরের মালিক ঘরে থাকবে। মালিক চলে গেলে তা পরিণত হবে বিরান ঘরে। শরীরের জন্য আল্লাহর ভয় ঘরের জন্য ঘরের মালিকের মতো। আল্লাহর ভয় যতক্ষণ থাকবে, ততক্ষণ শরীর আবাদ থাকবে। দেহ থেকে আল্লাহর ভয় বিদায় নিলেই তা […]