আল্লাহর প্রতি সুন্দর ধারণা

মানুষ স্বপ্ন দেখে—স্বাস্থ্য, শক্তি, সম্মান, সম্পদের স্বপ্ন। কেউ শুধু স্বপ্ন দেখে বসে থাকে, কেউ রাত-দিন চেষ্টা করে লক্ষ্যের দিকে ছুটে যায়। আর কেউ-বা আল্লাহর প্রতি সুন্দর ধারণা নিয়ে পথ চলে—তাদের পা আরও মজবুত হয়, হৃদয় ভরে উঠে আশায়। আল্লাহ তো ধনী, দয়ালু, আসমান-জমিনের মালিক। তিনি যা চান, তা-ই করেন। কোরআনে বলা হয়েছে, ‘তার আদেশ কেবল এই যে যখন কোনো কিছু করতে চান, তখন বলেন […]

বিস্তারিত