কোনো কিছু খাওয়ার পর দাঁতের ফাঁকে বা মুখের বিভিন্ন কোণে খাবারের অংশবিশেষ রয়ে যায়। তেমনি দুধ বা এজাতীয় তরল খাবার পান করার পরও এর তৈলাক্ত অংশ মুখে লেগে থাকে। তাই পানাহারের পর কুলি করা চাই। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের পর কুলি করতেন। ইবনে আব্বাস রা. বলেন- أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ شَرِبَ […]