প্রতিদিন আমরা যে শরীর নিয়ে ঘুম থেকে উঠি, তা আগের দিনের শরীরের থেকে কিছুটা ভিন্ন। রাতের বেলা কয়েকটি চুল ঝরে পড়ে, নখ অল্প বাড়ে, ত্বক, হাড় ও পেশির কোষ মরে যায় এবং নতুন কোষ জন্ম নেয়। এই পরিবর্তন শুধু শারীরিক নয়। আল্লাহর অসীম দয়ায় রাতের ঘুমে আমাদের আত্মা বিচ্ছিন্ন হয় দেহ থেকে এবং সকালে ফিরে […]