উহুদের যুদ্ধে শুরুর দিকে মুসলিমদের জয়ের পাল্লা ভারি ছিল।কিন্তু একপর্যায়ে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে কাফেররা নবীজীকে হত্যা করার অপচেষ্টায় লিপ্ত হয়। কিন্তু কতিপয় সাহাবী জীবন বাজি রেখে নবীজীর সামনে সুদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কাফেরদের আক্রমণ প্রতিহত করেন। এতে তাদের কেউ নিহত কেউ আহত হন। ওই বীর-সাহসী সাহাবীদের অন্যতম আবু তালহা রা.। তিনি […]