নববধূর সাথে কেমন আচরণ করবেন শাশুড়ি মা?

আমাদের ঘরে যখন নতুন কোনো মেয়ে আসে, যেমন, আমার পুত্রবধু- তার সাথে আমি কেমন আচরণ করি! নতুন মানুষ হিসেবে আমার ঘরে তার অনেক ভুলত্রুটি হতে পারে। সে হয়ত শুরুতেই এই ঘরের অনেক বিষয় ঠিক মতো বুঝে উঠতে পারবে না বা বুঝতে সময় লাগবে। আমাকে তখন তার সহযোগিতা করতে হবে। তাকে সাহস দিতে হবে। কিন্তু তা […]

বিস্তারিত