গুনাহ মাফের উপায়।

পানির স্পর্শে লোহায় যেমন জং ধরে, মরিচা পড়ে, গুনাহের ফলেও আমাদের অন্তরে ময়লা জমে, আত্মায় বিরাজ করে পঙ্কিলতা। লোহার মরিচা লোহাকে যেভাবে ভঙ্গুর বানিয়ে দেয়, পাপের আস্তরণ ঠিক একইভাবে আমাদের অন্তরকে করে ফেলে শুষ্ক, শক্ত ও অনুভূতি-শূন্য। কাপড়ে ময়লা জমলে আমরা তা ধুয়ে পরিষ্কার করি। ফেলে দিই না। ক্ষুধা পেলেও আমরা খাবার গ্রহণ করি।ক্ষুধার্ত থাকি […]

বিস্তারিত