হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, গিবতের সংজ্ঞা নিয়ে উলামায়ে কিরামের মাঝে মতভেদ রয়েছে। রাগিব ইস্পাহানি বলেন, অন্য কোনো মানুষের এমন কোনো ত্রুটি উল্লেখ করা, যেটা উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, গিবত হলো তোমার ভাইয়ের এমন জিনিস উল্লেখ করা, যা তার কাছে পৌঁছলে সে মন খারাপ করবে। ইবনুল আসির রাহিমাহুল্লাহ […]