একটি হাদিসে রাসুল (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করলেন, ‘যে লোক দিনে পাঁচবার গোসল করে তার সম্পর্কে তোমাদের ধারণা কী?’ তাঁরা বুঝতে পারেননি উনি আসলে কী ইঙ্গিত করছেন। তাঁরা জবাব দিলেন, ওই লোক তো সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। তিনি বললেন, এটা হলো নামাজের উদাহরণ। অর্থাৎ পুণ্যের কাজ পাপ কাজকে দূর করে দেয়। ইবনে মাসউদ (রা.)-এর কাছ থেকে একটি […]
প্রতিটি গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা জরুরি।গুনাহের সম্পর্ক যদি বান্দা ও আল্লাহর মাঝে হয় আর সেখানে অন্য কে মানুষের হক সম্পৃক্ত না থাকে, তাহলে এমন তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে: ১. গুনাহ থেকে পূর্ণভাবে মুক্ত থাকতে হবে।২. গুনাহের ওপর অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।৩. ওই গুনাহ আর করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা […]