মুসলিম সমাজে বর্তমান অনেক বড় ইস্যুগুলোর মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানত করা। এটা আমাদের অধপতনের অন্যতম কারণ। অনেককে বলতে শুনা যায়, আমি মুসলিমদের বিশ্বাস করার চেয়ে বিধর্মীদের বিশ্বাস করবো। কারণ তারা কমিটমেন্ট রক্ষা করে। সমাজের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত সবর্ত্রই আমানতের খেয়ানতের বীজ ঢুকে গিয়েছে। মুসলমানদের অন্যতম বৈশিষ্ট হলো, জবান রক্ষা করা। ওয়াদা রক্ষা করা। […]