আপনার নামায কেমন হচ্ছে?

একবার নবীজী মসজিদে নববীতে প্রবেশ করলেন। নবীজী মসজিদে প্রবেশের পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। সে খুব তাড়াহুড়া করে নামায পড়ল। নবীজী তার নামায পড়া দেখলেন। নামায শেষে সে নবীজীর কাছে এল এবং সালাম দিল। নবীজী তার সালামের উত্তর দিলেন এবং বললেন, যাও, আবার নামায পড়, তুমি নামায পড়নি! সে আবার নামায পড়ল এবং নবীজীর […]

বিস্তারিত