ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পানির সংকট ছিল। যুদ্ধে আহতদের অনেকে পানির জন্য কাতরাচ্ছিলেন। যখন অল্প কিছু পানি ইকরিমা রা.-এর সামনে উপস্থিত করা হল, তিনি বললেন, অমুক ভাইকে দাও, আমার চেয়ে তার পানির বেশি প্রয়োজন। অথচ তখন তিনি মারাত্মক আহত ছিলেন। তাঁর পানির খুবই প্রয়োজন ছিল। যখন তার ইশারাকৃত ব্যক্তির নিকট পানি আনা হল, তিনিও আরেকজনের দিকে […]