একজন বাবা বা মা সারা জীবন হাড়ভাঙা খাটুনি খাটেন কেন? উত্তরটা খুব সহজ—সন্তানদের একটু সুখে রাখার জন্য। এই ‘সুখে রাখা’র সমার্থক শব্দ হিসেবে আমরা সাধারণত ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট বা জমিজমাকুশল সম্পদকেই বুঝে থাকি। অথচ ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, কেবল অঢেল সম্পদ অনেক সময় সন্তানের সুখের বদলে ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, কোনো সম্পদ না […]
